বিয়ানীবাজারে করোনা আক্রান্ত নারীর শারীরিক অবস্থার অবনতি; হাসপাতালে ভর্তি
বিয়ানীবাজারের ডাকঃ
বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে করোনা আক্রান্ত এক নারীর শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট নর্থ ইষ্ট হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। শুক্রবার সন্ধায় হঠাৎ করে ওই নারীর শারীরিক অবস্থার অবনতি হলে একটি বিশেষ অ্যাম্বুলেন্সে করে সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজের আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার চারখাই ইউনিয়নের পাতন গ্রামের পঞ্চাশোর্ধ্ব একজন করোনা আক্রান্ত নারীর হঠাৎ করেই শাসকষ্ট শুরু হয়। ওই নারী আগে থেকেই প্রেসার ও ডায়াবেটিসজনিত রোগে ভোগছিলেন। খবর পেয়ে শুক্রবার (১০ জুলাই) দুপুরে তাকে দেখতে যান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ। এসময় তার সাথে ছিলেন সদ্য করোনামুক্ত হওয়া হাসপাতালের ওয়ার্ডবয় সঞ্জয় বিশ্বাস ও এ্যাম্বুলেন্স চালক আনোয়ার হোসেন। ডাঃ ইসহাকের দেয়া তাৎক্ষণিক চিকিৎসায় ওই নারীর অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে বিকেলের দিকে আবারও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে, করোনা পজেটিভ নারীর সুস্থতা কামনা করে তার স্বজনরা সকলের কাছে দোয়া কামনা করেছেন।