বিয়ানীবাজারে করোনা জয় করলো ১৪ জন
নিজস্ব প্রতিবেদক:
করোনা আক্রান্ত ১৪ জনকে সুস্থ ঘোষণা করেছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এরা সবাই বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, গতকাল শনিবার ও আজ রবিবার করোনা আক্রান্ত ১৪ জনকে সুস্থতার ছাড়পত্র দেওয়া হয়। তাদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৭ নারী। তাদের মধ্যে ২৫ থেকে ৩০ বছরের মধ্যে ৬ জন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব ১ জন, ষাটোর্ধ্ব ১ জন এবং ১১০ বছরের বেশি বয়সী একজন বৃদ্ধা রয়েছেন। এদের ৭ জন বিয়ানীবাজার পৌরসভার, চারজন মুড়িয়া ইউনিয়নের এবং একজন চারখাই ইউনিয়নের। এছাড়া মাথিউরা ও তিলপাড়া ইউনিয়নের কয়েকজন রয়েছেন। এনিয়ে বিয়ানীবাজার উপজেলায় সুস্থ হলেন ৭৬ জন আর মৃত্যুবরণ করেছেন ৬ জন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।