বিয়ানীবাজারে নতুন আরো ৬ জনের করোনা শনাক্ত; মোট ২৯২ জন আক্রান্ত
বিয়ানীবাজারে নতুন আরো ৬ জনের করোনা শনাক্ত; মোট ২৯২ জন আক্রান্ত
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলায় প্রতিদিন বাড়ছে মহামারী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্যবিধি না মানা এবং সচেতনতার অভাবে এমনটা ঘটছে বলে সচেতন মহল মনে করেন। অপরদিকে প্রশাসনের কোন তৎপরতা না থাকায় হাঠে মাঠে মানুষের কোলাহল অনেকটা স্বাভাবিক পরিস্থিতির মতই। বিয়ানীবাজার উপজেলায় পুরনো একজনসহ আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৯২ জনে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই তথ্য নিশ্চিত করেছে।
নতুন আক্রান্তরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাজমুল হক মোল্লা, খাসা আমবাড়ি মো. আব্দুস সবুর, দুবাগের মো. সামছ উদ্দিন, নিদনপুর গ্রামের আমিনুল হক ও জাকিয়া সুলতানা। এছাড়া পুরনো একজন হলেন, ঘুঙ্গাদিয়া গ্রামের মসুদ আহমেদ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শনিবার সকালে নতুন আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করার পাশাপাশি সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হবে।
এদিকে, বিয়ানীবাজার উপজেলায় করোনার উপসর্গ ও আক্রান্ত হয়ে ইতোমধ্যে ১৭ জন রোগী মৃত্যুবরণ করেছেন। এছাড়া এখন পর্যন্ত করোনাকে জয় করে ১৯৬ জন রোগী সুস্থ হয়েছেন।