বিয়ানীবাজারে বজ্রপাতে গ্যাসের রাইজারে আগুন
বিয়ানীবাজারের ডাকঃ
বজ্রপাতে বিয়ানীবাজার উপজেলার তিনটি এলাকায় গ্যাসের রাইজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এসব অগ্নিকান্ডে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রামের দুটি বাড়িতে এবং মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামে একটি বাড়ির গ্যাসের রাইজারে এ দূর্ঘটনা ঘটে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রামের দুটি বাড়িতে এবং মুড়িয়া ইউনিয়নের বড়দেশ এলাকার একটি বাড়ির গ্যাসের রাইজারে বজ্রপাত পড়ে আগুন ধরে যায়। গ্যাসের রাইজারে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চারদিক ছোটাছুটি করে পানি ও বালু দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। পরে খবর পেয়ে বিয়ানীবাজার ফায়ার এন্ড সিভিল ডিফেন্স সার্ভিস স্টেশনের একটি টিম পৌরসভার সুপাতলা গ্রামে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এসময় বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর দূর্ঘটনাস্থলে উপস্থিত হোন।
এদিকে, মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামের নাপিত বাড়ির গ্যাস সংযোগের রাইজারেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।