বিয়ানীবাজারে বন্যা কবলিত এলাকার জন্য চাল ও অর্থ বরাদ্ধ
নিজস্ব প্রতিনিধি
বিয়ানীবাজার উপজেলার বন্যা কবলিত এলাকার জন্য ৩৩ মেট্ট্রিক টন চাল ও নগদ দেড় লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে বন্যার্তদের জন এ বরাদ্ধ দেয়া হয়। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও উজানি ঢলে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নিম্নাঞ্চল এলাকার মানুষ পানি বন্ধি হয়ে পড়েছেন। উপজেলা বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে।
উপজেলা শিক্ষা অফিসার মো: রোমান মিয়া জানান, উপজেলার প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে এবং ১০টি বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলার কারণে ঐ বিদ্যালয়গুলোর পাঠদান বন্ধ রয়েছে।
এ দিকে রোববার সকালের দিকে কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
উপজেলায় ২৭টি আশ্রয় কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে রোববার বিকাল পর্যন্ত ৮৬টি পরিবার আশ্রয় নিয়েছেন। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আশ্রিত পরিবারের শংকা আরো বাড়বে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তিনি জানান, বন্যার্তদের জন্য চাল ও নগদ টাকা বরাদ্ধ এসেছে। বন্যা কবলিত এলাকায় জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ সহায়তা পোছানো হচ্ছে। বন্যার সার্বিক পরিস্থিতি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।