বিয়ানীবাজারে শেষ মুহূর্তে জমে উঠছে নির্বাচনী প্রচারণা
আমিনুল হক দিলুঃ
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে।নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ।
শেষ মূহুর্তের প্রচারণায় চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে নির্বাচনী আলাপন। নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজার উপজেলার সব ইউনিয়নের সমস্ত অলিগলি সাঁজ সাঁজ রব।
অনেকে আবার পছন্দের প্রার্থীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন ব্যাপক প্রচার-প্রচারণা। বেশ জমে উঠেছে ইউপি নির্বাচন।প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান উন্নয়নের প্রতিশ্রুতি। নির্বাচিত হয়ে আধুনিক ইউনিয়ন গড়া ও সব ধরণের নাগরিক সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।
উঠান বৈঠক, চা-চক্র ও কুশলাদি বিনিময়সহ সামাজিক কর্মকান্ডের মধ্যে দিয়ে ভোট প্রার্থনা করছেন মানুষের কাছে। ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে
চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য প্রার্থীরা মাঠে ঝাঁপিয়ে পড়েছেন ভোটারদের মন জয় করতে।