বিয়ানীবাজারে ৪০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
বিয়ানীবাজারের ডাকঃ
বিয়ানীবাজারে এবার ৪০ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মোট ৮দিনব্যাপী ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৬-১১মাস বয়সী এবং ১২-৫৯মাস বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসা হবে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংবাদিকদের সাথে অনুষ্টিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ডা. মোয়াজ্জেম আলী খান।
এর আগে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান সাংবাদিকদের সাথে নিয়ে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং এতদসংক্রান্ত বিষয়ে নানা প্রস্তাবনা তুলে ধরেন।
পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিয়ানীবাজার প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি সজীব ভট্রাচার্য ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামকে ফুল দিয়ে স্বাগত জানান এবং উপস্থিত সাংবাদিকদের স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে সহযোগীতা কামনা করেন।
এ সময় ডা. আবু ইসহাক আজাদ, ডা. ইফাত সামিহ, সাংবাদিক এম. হাসানুল হক উজ্জল, সাংবাদিক মুকিত মুহাম্মদ, সাংবাদিক তোফায়েল আহমদ, সাংবাদিক সামিয়ান হাসান, সাংবাদিক জসীম উদ্দিন, সাংবাদিক সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।