বিয়ানীবাজারের ৪৮ মন্ডপে শুরু হয়েছে শারদীয় দূর্গাপূঁজা সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা
সজীব ভট্টাচার্য্য
সনাতন ধর্মবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। ১১ অক্টোবর দেবীর ষষ্টাদি কল্পারম্ভ এবং সায়ংকালে দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসবের সূচনা ঘটবে। দুর্গোৎসবকে লক্ষ্য করে মন্ডপে মন্ডপে চলছে প্রতীমায় রংয়ের শেষ কাজ। দুর্গোৎসবকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এ বছর বিয়ানীবাজার উপজেলায় ৪৮টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। তন্মধ্যে ৩৬টি সার্বজনীন ও ১২টি ব্যক্তিগত পূজা মন্ডপ রয়েছে। এসকল মন্ডপে নিরাপত্তা রক্ষায় পুলিশ বিভিন্ন স্তরের নিরাপত্তা বলয় গ্রহণ করেছে। যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন থেকে ইতোমধ্যে রুটিন মাফিক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রসিদ্ধ পঞ্জিকা অনুযায়ী ১১ অক্টোবর শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিতি পূজা প্রশস্তা সায়ং কালে দেবীর বোধন, আমন্ত্রন ও অধিবাস। ১২অক্টোবর শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তামি বিহিতপূজা প্রশস্তা। ১৩অক্টোবর দুর্গোদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ, মহাষ্টী বিহিত পূজা, সন্ধিপূজা। ১৪অক্টোবর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা। ১৫অক্টোবর দেবীর দশমী বিহিত পূজা, সমাপনান্তে বিসর্জন প্রশস্থা, বিজয় দশমী কৃত্য, বিসর্জনান্তে অপরাজিতা পূজা। বাংলদেশ পুঁজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি সুজিত চক্রবর্তী, সাধারণ সম্পাদক অরুনাভ পাল চৌধুরী মোহন এক বিজ্ঞপ্তিতে শান্তিপূর্ণভাবে পুঁজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেছেন।