ভূমিকম্পের কেন্দ্র স্থল ছিল কুশিয়ারা নদীর মাত্র ১০ কিলোমিটার গভীরতায়
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
সিলেট, মৌলভীবাজার ও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার ১৬ জুন সকাল ১০টা ৪৬ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।
ভূমিকম্পের কেন্দ্র স্থল ছিল সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীর মাত্র ১০ কিলোমিটার গভীরতায়। ভূমিকম্প অনুভূত হওয়ার পর অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভূ-কম্পন অনুভূত হওয়ার কথা লিখেছেন। তবে ভূমিকম্পের কারণে অনেকেই আতঙ্কিত হয়ে উঠেন।