মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা
নিজস্ব প্রতিনিধি
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা বিয়ানীবাজারে অনুষ্ঠিত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ এর উদ্যোগে ও বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী, সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মলয় ভূষন চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে তাহনিয়া রহমান চৌধুরী বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই। সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এক্ষেত্রে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে তাদেরকে ক্রীড়ামুখী করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে।
কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশিক্ষণে অংশ নেন।