মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার- নুরুল ইসলাম নাহিদ এমপি
স্টাপ রিপোর্টার
সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এখন করোনার টিকা অগ্রাধিকার দিয়ে সরকার বিভিন্ন দেশের সাথে চুক্তি করতে চাইছে। সরকার যেকোন মূল্যে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে মরিয়া। তিনি এই মহামারিতে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে সাধারণ মানুষের প্রতি আহবান জানান। দেশে করোনা মহামারি শুরুর পর এই প্রথম নুরুল ইসলাম নাহিদ এমপি নিজ নির্বাচনী এলাকা সফরে এসেছেন।
দীর্ঘদিন পর এলাকায় ফিরে তিনি স্থানীয় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ২০তম মাসিক সভায় অংশ নেন তিনি। করোনাকালীন সময়ে উপজেলাবাসীকে যথাযথ স্বাস্থ্যসেবা প্রদান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় ভূয়সি প্রশংসা করেন অনুষ্ঠানের সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবু ইসহাক আজাদের পরিচালনায় উপজেলার স্বাস্থ্য সেবার বিভিন্ন চিত্র সভায় উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী।
মাসিক সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর, উপজেলা ভাইস চেয়ারম্যান মো জামাল হোসেন, বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকছুদুল ইসলাম আউয়াল, সাবেক সভাপতি আব্দুল হাসিব মনিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, দুবাগ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম ও প্রেসক্লাব সভাপতি সজীব ভট্টার্চায্যসহ আরো অনেকে।
এরপর এমপি নাহিদ বিয়ানীবাজার পৌরসভার উদ্যোগে নির্মিত মিনি সাব-স্টেশন উদ্বোধন, উপজেলা প্রশাসনের নতুন ভবনের উদ্বোধনসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন।