মুক্তিযুদ্ধভিত্তিক প্রতিযোগীতা দেশপ্রেমে উদ্বুদ্ধ করে-মেয়র শুকুর
নিজস্ব প্রতিনিধি
বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর বলেছেন, মুক্তিযুদ্ধভিত্তিক প্রতিযোগীতা দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী করে। তিনি বলেন, সরকারের সকল প্রতিষ্টান এভাবে মুক্তিযুদ্ধের বার্তা নিয়ে পথ চললে বর্তমান শিক্ষার্থীসহ সকল প্রজন্ম দেশসেবায় বেশী করে আত্মনিয়োগ করবে।
শুক্রবার বিকেলে বিয়ানীবাজার পৌরসভার উদ্যোগে অনুষ্টিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন, স্বাধীনতা দিবস ও সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্টানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডভোকেট মো. আব্বাস উদ্দিন। পৌর কর্মকর্তা দিবাকর পাল’র পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য শহীদ সন্তান মোহাম্মদ জাকির হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি সামছুল হক, প্যানেল মেয়র-২ কাউন্সিলার নাজিম উদ্দিন, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক প্রিয়তোষ চক্রবর্তী, বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি সজীব ভট্রাচার্য, সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, আওয়ামীলীগ নেতা খসরুজ্জামান খসরু, আওয়ামীলীগ নেতা আব্দুল মুকিত ও কাউন্সিলার আকসার হোসেন।