মেয়র সাহিত্য, সংস্কৃতি ও নাট্যোৎসব আগামী কাল থেকে
সজীব ভট্টাচার্য্য
আগামী কাল থেকে শুরু হচ্ছে বিয়ানীবাজারে তিনদিন ব্যাপী মেয়র সাহিত্য, সংস্কৃতি ও নাট্য উৎসব।
“বায়ান্ন থেকে একাত্তর, চেতনার বাতিঘর” এই প্রতিপাদ্য নিয়ে পৌরশহরের পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসব অনুষ্ঠিত হবে।
৬ মার্চ রবিবার বিকাল ৩টায় উৎসব র্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হবে। বিকাল ৪টায় উৎসব উদ্বোধন করবেন সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি। উদ্বোধন শেষে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আসাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৌর মেয়র ও উৎসবের পৃষ্ঠপোষক আব্দুস শুকুর, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সম্পাদক প্রচার মাসুদ আলম বাবু, লোক সাহিত্য সংগ্রাহক ও গবেষক সৈয়দা আঁখি হক। সভাপতিত্ব করবেন মেয়র সাহিত্য, সংস্কৃতি ও নাট্য উৎসব উদযাপন পরিষদের আহবায়ক আব্দুল ওয়াদুদ।
সন্ধ্যা ৬টায় উপজেলা শিল্পকলা একাডেমীর সংগীতানুষ্ঠান পরিবেশিত হবে। রাত ৮টায় মঞ্চনাটক “বোধ” পরিবেশনায় সংলাপ গ্রুপ থিয়েটার, ঢাকা। এরপর রাত ৯টায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একক সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান সমাপ্ত হবে।