যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটির কাউন্সিলম্যান নির্বাচিত হলেন বিয়ানীবাজারের শাহীন
বিয়ানীবাজারের ডাকঃ
সিলেটের বিয়ানীবাজারের শাহীন খালিক নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটি নির্বাচনে ২ নং ওয়ার্ডের কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত ভোটে তিনি তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আক্তারুজ্জামান ফয়সলকে ৯৮ ভোটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত কাউন্সিলম্যান নির্বাচিত হন। শুক্রবার এই ভোটের ফলাফল প্রকাশিত হয়।
নির্বাচনে শাহীন খালিক পান ২ হাজার ৭৫৭ ভোট। আক্তারুজ্জামান পান ২ হাজার ৬৫৯ ভোট। এছাড়াও সোনিয়া ডেলিজ পান ১১০০ ভোট।
গত ১২ মে এই ওয়ার্ডটিতে অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলম্যান পদে মোহাম্মদ আক্তারুজ্জামান ফয়সল এবং শাহীন খালিক সমান সংখক ভোট পেলে কাউকে বিজয়ী ঘোষণা না করে ৩ নভেম্বর প্রসিডেন্ট নির্বাচনের সঙ্গে বিশেষ নির্বাচনের এই আয়োজন করে পেসাইক কাউন্টি নির্বাচন অফিস।
২০১৬ সালের সিটির ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে ব্যবসায়ী শাহীন খালিক পান ১ হাজার ৩৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আক্তারুজ্জামান ফয়সল পান ১ হাজার ৩৪৬ ভোট।
কাউন্সিলম্যান শাহীন খালিকের জন্ম বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া গ্রামে। তিনি ১৯৯২ সালে ১৩ বৎসর বয়সে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন এবং নিউ জার্সির প্যাটারসনে স্থায়ীভাবে বসবাস করছেন।