রাজধানীর দুই মাদ্রাসা থেকে ৫৯০ ছুরি জব্দ

রাজধানীর চকবাজার ও লালবাগের দুটি মাদ্রাসায় অভিযান চালিয়ে ৫৯০টি ছুরি জব্দ করেছে পুলিশ। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, ঈদে পশু কোরবানির কাজে ছুরিগুলো ব্যবহার করা হতো।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার অঞ্চলের পুলিশ গতকাল বৃহস্পতিবার এই অভিযান চালায়। ডিএমপির চকবাজার অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. কুদরত-ই-খুদা বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে  এ তথ্য জানিয়েছেন

মো. কুদরত-ই-খুদা বলেন, ‘চকবাজারের জামেয়া ইসলামিয়া ইসলামবাগ ও লালবাগের জামেয়া কুরানিয়া আরাবিয়া মাদ্রাসায় অভিযান চালানো হয়। তারপর সেখান থেকে মোট ৫৯০টি ছুরি জব্দ করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ছুরিগুলো তারা কোরবানির পশু জবাইয়ের কাজে ব্যবহার করত।’

কুদরত-ই-খুদা আরও বলেন, ‘তবে আমরা ছুরিগুলো আপাতত আমাদের জিম্মায় রাখছি। দরকার হলে ঈদের সময় ছুরিগুলো আবার ফেরত দেওয়া হবে। চলমান অস্থিরতায় ছুরিগুলো যেন কোনো সহিংসতার কাজে কেউ ব্যবহার করতে না পারে, সেজন্য জব্দ করা হয়েছে। যদিও অভিযানের সময় মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের সব ধরনের সহযোগিতা করেছে।’

অভিযানের সময় উপস্থিত থাকা চকবাজার থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, জামেয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসা থেকে ১৭৫টি ও জামেয়া কুরানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে ৪১৫টি ছুরি জব্দ করা হয়েছে। দুই প্রতিষ্ঠানে ছুরিগুলো রয়েছে—এমন তথ্যের পর থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালায়।

সূত্রঃএনটিভি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *