লকডাউন দেখতে এসে পুলিশের হাতে আটক ২১
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
চট্টগ্রাম নগরে লকডাউন ‘দেখতে’ রাস্তায় এসে পুলিশের হাতে আটক হয়েছেন ২১ জন। আজ বৃহস্পতিবার সকালে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে তাঁদের আটক করা হয়।
লকডাউনের প্রথম দিন আগ্রাবাদ এলাকা পরিদর্শনে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সানা শামিমুর রহমান। এ সময় উপকমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারীশ, সহকারী কমিশনার ডবলমুরিং অঞ্চল মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘আজ সকাল থেকেই একটি তল্লাশিচৌকি ও পাঁচটি টহল টিমের মাধ্যমে আমরা লকডাউন কার্যকরের চেষ্টা করছি। জরুরি প্রয়োজনে বের হওয়া লোকদের আমরা গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করছি। পাশাপাশি অকারণে যাঁরা বের হয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। “লকডাউন কেমন চলছে” দেখতে বের হওয়া ২১ জনকে আটক করা হয়েছে।’
ওসি মহসীন বলেন, আটকের মধ্যে কেউ ঘর থেকে বের হওয়ার উপযুক্ত কারণ জানাতে পারেননি। অকারণে কাউকে বের না হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।