সিলেটে আবার বাড়ছে পানি

বুধবার সূর্যের দেখা মিলেনি সিলেটে। বৃষ্টি হচ্ছে মঙ্গলবার রাত থেকেই। ফলে আবার বাড়ছে সিলেটের নদনদীর পানি। এতে প্লাবিত এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড থেকে পাওয়া তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে এক সেন্টিমিটার বেড়েছে। এই সময়ে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বেড়েছে ২ সেন্টিমিটার। তবে অন্যান্য পয়েন্টে পানি কমেছে। এছাড়া সারি নদীর পানি ১০ সেন্টিমিটার ও লোভা নদীর পানি ৭ সেন্টিমিটার বেড়েছে। তবে কিছুটা কমেছে ধলাই নদীর পানি।

সিলেটের ফেঞ্চুগঞ্জের বাসিন্দা মোশারফ হোসেন বলেন, মঙ্গলবার পানি কিছুটা কমেছিলো। বৃষ্টিতে আজকে সকালে আবার পানি বেড়ে গেছে।

ফেঞ্চুগঞ্জ বাজারে এখনও হাঁটু পানি বলে জানান তিনি।পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপ সহকারী একেএম নিলয় পাশা বলেন, বষ্টির কারণে সিলেটে নদনদীর পানি কিছুটা বেড়েছে। বৃহস্পতিবারও বৃষ্টি থাকতে পারে বলে জানান তিনি।

সিলেট জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত সিলেটে ৩১৪ টি আশ্রয়কেন্দ্র চালু আছে। এতে আশ্রিত আছেন ২২ হাজার ১৭৬ জন। ২৩৫ টি পশুও আশ্রয়কেন্দ্রে রয়েছে। বন্যার্তদের চিকিৎসায় জেলায় ১৪০টি মেডিকেল টিম ও পানি বিশুদ্ধকরণের জন্য ৪০ টি মোবাইল টিম কাজ করছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *