সিলেটে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬
বিয়ানীবাজারের ডাকঃ
সিলেটে ক্রমেই প্রবল প্রতাপশালীর ভূমিকা নিয়েছে মহামারি করোনা। এ ভাইরাসের ছোবলে প্রতিদিন সিলেটজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই।
২৪ ঘন্টায় নতুন করে দুই মৃত্যুসহ সিলেট বিভাগে করোনাক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে ২৪ ঘন্টায় সিলেট জেলায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে।
আরোও পড়ুনঃ করোনা আক্রান্ত শহীদ আফ্রিদি
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান।
তবে মৃত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ শনিবার পর্যন্ত সিলেটে করোনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। তন্মধ্যে সিলেট জেলার ৩৫ জন, সুনামগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ৪ জন ও হবিগঞ্জ জেলার ৩ জন রয়েছেন।
আর বিভাগে আক্রান্তের সংখ্যা ২১৪৩ জন।