সিলেটে চার সপ্তাহে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
সিলেটে তাণ্ডব চালাচ্ছে মহামারি কোভিড-১৯। মাত্র ২৮ দিনে রোগটি সিলেট বিভাগে কেড়ে নিয়েছে দেড় শতাধিক প্রাণ। আক্রান্ত করেছে সাড়ে ১১ হাজারের বেশি মানুষকে।
অপরদিকে, চলতি মাসের এই ২৮ দিনে সিলেট বিভাগে করোনা ৪ বার গড়েছে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। প্রথমে ৯, দ্বিতীয়বার ১২, তৃতীয়বার ১৪ ও চতুর্থবার ১৭ জনের মৃত্যু ঘটিয়ে একের পর এক পুরনো রেকর্ড ভঙ্গ করেছে ভয়ঙ্কর করোনাভাইরাস।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, গত মাসে সিলেটে ২৪ ঘণ্টায় মারা যান ৮ জন। এটাই ছিলো সিলেট বিভাগে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এরপর চলতি মাসের ৭ তারিখ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানিতে ভঙ্গ হয় আগের মৃত্যুর রেকর্ড। এরপর ১৪ জুলাই সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় আবারও ৯ জনের মৃত্যু দেখে সিলেট। এর দুইদিন পর ১৬ জুলাই সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় তৃতীয়বারের মতো ৯ জনের মৃত্যু হয় সিলেটে।
এর দুইদিন পরই আগের রেকর্ড ভেঙ্গে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১২ জনের মৃত্যু ঘটে এ বিভাগে। এরপর ২৬ জুলাই সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪ জন মারা যান করোনায়। আর সর্বশেষ ২৮ জুলাই (বুধবার) সকাল ৮টা পর্যন্ত একদিনে আগের সকল রেকর্ড ভেঙ্গে সিলেটে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু ঘটনায় প্রাণঘাতী করোনাভাইরাস।
এদিকে, চলতি মাসের ১ তারিখ থেকে ২৮ তারিখ সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১৭৭ জন। আর করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৬৭৩ জন।