সিলেটে জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

সিলেটে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের উপর হামলা চালানো হয়েছে। এতে কোতোয়ালী থানার ওসিসহ দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ২টার দিকে নগরীর জেলরোড পয়েন্টে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের দুইজনকে আটক করেছে।

এ তথ্য জানিয়ে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, মিছিল থেকে জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়।

জানা যায়, গণকমিশন কর্তৃক ধর্মব্যবসায়ী হিসেবে ১১৬ জনের তালিকা প্রকাশের প্রতিবাদে দুপুরে নগরে মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি জেলরোডে আসার পর পুলিশী বাধার সম্মুখীন হয়।

এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালান। হামলায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদসহ দুজন আহত হন। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত-শিবিরের দুই নেতাকর্মীকে আটক করে।

পুলিশের উপর আক্রমনের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *