স্বাস্থ্যবিধি নিশ্চিত ও মাস্ক পরা বাধ্যতামূলক করতে বিয়ানীবাজার প্রশাসনের প্রচারণা
নিজস্ব প্রতিনিধি
মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিত ও মাস্ক পরা বাধ্যতামূলক করতে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রচারণা করা হয়েছে। এরই সাথে করোনার সংক্রমণ রোধে সচেতনতা বাড়াতে মাস্কও বিতরণ করা হয়। মাস্ক বিতরণ শেষে উপজেলা প্রশাসন বুধবার বিকালে পৌরশহরে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক পথসভা করেছে।
পথসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর বলেন, মানুষের মধ্যে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আগ্রহ কম। বর্তমানে করোনার প্রকোপ যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তাই সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরা সবারও জন্য বাধ্যতা মূলক। স্বাস্যবিধি মানার ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে জেল-জরিমানাও করা হবে।
পথসভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, বিয়ানীবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছায়ফুল আলম ঝুনু, বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ প্রমুখ।