সড়কের সৌন্দর্য ধরে রাখতে পোস্টার লাগাতে দেবেন না মেয়র আরিফ!
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
সিলেটের ব্যতিক্রমী সড়ক হচ্ছে কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা-আম্বরখানা সড়ক। ইতিমধ্যে এ সড়কের চৌহাট্টা শহীদ মিনার অংশের ডিভাইডারের মধ্যখানে বসানো হয়েছে ৭ ফিট উচ্চতা সম্পন্ন গ্রিল। লাগানো হয়েছে বিভিন্ন রকমের গাঁদা ফুল। দিনে দিনে সহসাই এ সড়ক সৌন্দর্য বৃদ্ধি করছে সিলেট নগরীর।
সৌন্দর্য আরো বাড়াতে সিলেট সিটি কর্পোরেশন ইতিমধ্যে বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছে। আগামি ১লা জানুয়ারি থেকে এ সড়কের বিদ্যুতের খুঁটিতে পোস্টার লাগানো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। একই দিন থেকে এ সড়ক দিয়ে কোন অযান্ত্রিক যানবাহন ও রিকশা চলাচল করতে পারবে না। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নামে গত দুই দিন থেকে এমন ঘোষণা দিয়ে নগরীতে মাইকিং করতে দেখা গেছে। এসব নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে মাইকিংয়ের সময়।
এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় বলেন, এ সড়কটি একটি ব্যতিক্রমী সড়ক হতে যাচ্ছে। এ লক্ষেই রিকশা চলাচল বন্ধ ও পোস্টার না লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, এ সড়ক দেখলে যেন বুঝা যায় ‘দ্বিতীয় লন্ডন সিলেট’।