হঠাৎ রণবীরের ওপর খেপলেন উরফি
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
খোলামেলা পোশাক নিয়ে কয়েক দিন আগে উরফি জাভেদকে কটাক্ষ করেছিলেন রণবীর কাপুর। সেই ইস্যুতেই এবার মুখ খুললেন অভিনেত্রী। রণবীর কাপুরকে একহাত নিলেন তিনি।
সম্প্রতি কারিনা কাপুরের রেডিও শোতে হাজির হয়েছিলেন রণবীর। সেখানেই ফ্যাশন নিয়ে কথা উঠতে উরফি জাভেদের প্রসঙ্গ ওঠে। রণবীর জানান, উরফি যে ধরনের ফ্যাশন মেনে চলেন তা আমার খুব একটা পছন্দ নয়। তবে এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত।
উরফি বলেন, আমি প্রথমে ভেবেছিলাম উনি (কারিনা কাপুর) মজা করছেন। তবে ভিডিওটি ভালো করে দেখার পর বুঝলাম আমি জীবনে অনেক বড় কিছু পেলাম। কারিনা আমার প্রশংসা করেছেন। তবে আর কাউকে আমি গুরুত্ব দিইনা। রণবীর গোল্লায় যাক।
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। সেসব এখন অতীত।
উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। অদ্ভুত ছবি পোস্ট করে চরম সমালোচনার শিকার এই অভিনেত্রী।