হবিগঞ্জে বন্য শূকরের কামড়ে প্রাণ গেলো নারীর
হবিগঞ্জের চুনারুঘাট বন্য শূকরের কামড়ে প্রাণ গেলো নারীর
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়ার চা বাগানে বন্য শূকরের কামড়ে এক চা শ্রমিক প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (১১ এপ্রিল) বেলা ১১টায়। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহমদাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার মাখন গোস্বামী জানান, নালুয়া চা বাগানের পশ্চিম টিলার মৃত গোপেশ মুন্ডার স্ত্রী পূর্ণিমা মুন্ডা (৫০) রোববার সকালে একই চা বাগানের গুটিবাড়ি ১৬ নম্বর সেকশনে লাকড়ি (জ্বালানি) সংগ্রহ করতে যান। চা বাগানের জঙ্গলে লাকড়ি সংগ্রহের সময় বেলা ১১টার দিকে একটি বন্য শূকর পূর্ণিমার ওপর আক্রমণ করে।
আরও পড়ুনঃ মাধবপুরে কুকুরের মৃত্যু নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০
শূকরের কামড়ে চিৎকার শুরু করেন পূর্ণিমা। পাশের শ্রমিকরা এসে তাকে উদ্ধার করে প্রথমে চা বাগানের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা না পেয়ে পরে তাকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। নিহতের মুখ এবং বুকে শূকরের কামড়ের দাগ রয়েছে।
সুত্রঃ যুগান্তর