১৫ জুন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন
বিয়ানীবাজারের ডাক ডেস্ক :
উপজেলা চেয়ারম্যান পদে গোলাপগঞ্জে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশনের এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
আগামী ১৫ জুন এই উপজেলায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী গত ২৯ জানুয়ারি ইন্তেকাল করলে পদটি শূন্য হয়ে যায়।
মইকবাল আহমদ চৌধুরী সর্বশেষ ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।