১৯ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারত
নিজস্ব প্রতিনিধি
অবৈধপথে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ১৯ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বিয়ানীবাজারের শেওলা সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় সীমান্ত পুলিশ তাদের বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের হাতে তাদের হস্তান্তর করা হয়।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গাজী শহীদুল্লাহ জানান, ভারতে গিয়ে সেখানকার বিএসএফের হাতে আটক হয় এই ১৯ বাংলাদেশী। ভারতীয় বিভিন্ন কারাগারে দীর্ঘদিন কারাভোগ করা ১৯ বাংলাদেশী নাগরিক বিজিবি’র উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হয়। বাংলাদেশে প্রবেশের পূর্বে শেওলা আইসিপিতে নিয়োজিত মেডিকেল অফিসার তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন।
শেওলা চেকপোস্টের ইনচার্জ এসআই আবুল কালাম জানান, ভারত থেকে সাজাভোগের পর ১৯ জন বাংলাদেশীকে বৃহস্পতিবার দুপুরে দেশে আনা হয়েছে। মেডিক্যাল টেস্টসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে আনা ব্যক্তিদের তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।